আর কোনও জল্পনা নয়, মা হচ্ছেন নুসরাত জাহান। এবার প্রকাশ্যে এলো টলিউড অভিনেত্রীর বেবি বাম্প। শুক্রবার (১১ জুন) ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাতের বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছে।
ছবিতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন নুসরাত জাহান, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী ও আরেক নারী। সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন নুসরাত। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। আর বেবি বাম্প পুরোপুরি স্পষ্ট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নুসরাত, শ্রাবন্তী, তনুশ্রীর বন্ধুত্ব নতুন নয়। প্রায়ই তারা দেখা করেন, আড্ডা দেন। বেবি বাম্পের এ ছবি নুসরাতের বালিগঞ্জের ফ্ল্যাটে আড্ডার ফাঁকে তোলা হয়েছে।
কিছুদিন আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপর শোনা যায়, সিনেমায় অন্তঃসত্ত্বা চরিত্রে অভিনয় করছেন নুসরাত। কিন্তু সদ্য প্রকাশিত নুসরাতের এই ছবি সব সংশয় দূর করে দিয়েছে। এখন প্রশ্ন জোরালো হয়েছে এই সন্তানের বাবা কে? এ বিষয়ে নুসরাত মুখ খুলেননি। ধারণা করা হচ্ছে, এ সন্তানের বাবা যশ দাশগুপ্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।