ঢাকা, রাজশাহী বিভাগ‌কে টপ‌কে খুলনা বিভা‌গে করোনা লাগামহীন মানুষজন যেমন মান‌ছেনা সরকারী নিয়মনিতি,সেই সু‌যো‌গে ক‌রোনা দিন দিন ভয়াবহ আকার ধারণ কর‌ছে।
 
খুলনা বিভা‌গের অন্যতম ঐ‌তিহা‌সিক নিদর্শ‌নের জেলা বা‌গেরহাট।বা‌গেরহা‌টে ক‌রোনার থাবা ভয়াবহ আকার ধারন কর‌তে পা‌রে জনসাধার‌নের উদাসীহীনতা,খাম‌খেয়ালীপনার কার‌নে।
 
গত ২৪ঘন্টায় বা‌গেরহা‌টে ১২৮ জ‌নের নমুনা টে‌স্টে ৫৮ জন প‌জে‌টিভ হ‌য়ে‌ছে।শনাক্তের হার ৪২দশ‌মিক৯৭শতাংশ জানায় বা‌গেরহাট স্বাস্থ্য বিভাগ।
 
জেলা স্বাস্থ্য‌বিভা‌গের তথ্য ম‌তে মংলায় ২৬, রামপা‌লে ১৬,বা‌গেরহাট সদরে ০৯,মো‌ড়েলগ‌ঞ্জে ২ ও শরন‌খোলায় উপ‌জেলায় ২ জ‌নের ক‌রোনা
সনাক্ত হয়।
 
মংলা পৌরসভায় ক‌ঠোর বি‌ধি‌নি‌ষেধ বাস্তবায়‌নের ২য় দিন প্র‌বেশদ্বা‌রে চেক পোস্ট এর পাশাপা‌শি উপ‌জেলা প্রসাশন, স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্ব‌য়ে স‌চেতনতা বৃ‌দ্ধি ও স্বাস্থ্য‌বি‌ধি মান‌তে মোবাইল‌ কোর্ট প‌রিচালনা করা হয়।১৬জু‌নের মধ্যরাত পর্যন্ত পৌরসভায় অ‌ধিক ক‌ঠোর
বি‌ধি‌নি‌ষেধ অব্যাহত থাক‌বে।
 
মংলার প‌রে রামপাল,শরন‌খোলাতে ক‌রোনার প্র‌কোপ বৃ‌দ্ধি পা‌চ্ছে।‌সি‌ভিল সার্জন অ‌ফিস সূ‌ত্রে জানা যায় জেলায় এ পর্যন্ত ৯৮৫৫ জ‌নের ক‌রোনা পরীক্ষায় ২০৪৬জন প‌জে‌টিভ হ‌য়ে‌ছে।
 
জেলায় মারা গে‌ছে ৫৫জন।সরকারী হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ১৩ জন,বাকীরা হোমআই‌সো‌লেস‌নে আ‌ছে। সুস্থ হ‌য়ে‌ছে ১৫১৫ জন।
 
প্রশাসন দিন রাত প‌রিশ্রম কর‌লেও জনগ‌নের অস‌চেতনতা ও অস‌হযোগীতার জন্য প‌রি‌স্থিতী দিন দিন খারাপ হ‌চেছ