মুস্তাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জামালপুর পৌর এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই লকডাউন।
রবিবার ১৩জুন মুর্শেদা জামান (জেলা প্রশাসক) জামালপুর এ তথ্য নিশ্চিত করেন। শুধু পৌরসভা এলাকায় এই লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভা এলাকায় ১৩ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বহাল থাকবে।
শুধু ওষুধ নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান, কাঁচা বাজার, কৃষি, নির্মাণ সামগ্রীর দোকান খোলা থাকবে।হোটেল রেস্টুরেন্ট শুধু টেকওয়ে বা অনলাইনে বিক্রি/সরবরাহ করতে পারবে, কিন্তু বসে কেউ খেতে পারবে না।
পৌরসভার অভ্যন্তরে বাস মাইক্রোবাস অটো ইত্যাদি নির্ধারিত আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। ক্রেতা ও বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।