এন এম রায়হান(স্টাফ রিপোর্টার): যে কোন নাম্বারে ফোন দিলে তাদের অক্সিজেন সেবা পাবেন।
ফোন করলে পৌঁছে যাচ্ছে অক্সিজেন সেবা রুগির বাসায় চালু করা হয়েছে (সাতক্ষীরা শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংক)
_হটলাইন নাম্বার 01711363341
সাতক্ষীরা শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের (Shatkira shyamnagar online oxygen) এর উদ্যোগে শ্যামনগরে চালু হয়েছে অক্সিজেন সেবা।
করোনা রোগী থেকে শুরু করে অক্সিজেন স্বল্পতা থাকা যেকোনো রোগী কল দিলে পাচ্ছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার।এতে করে রোগীরা খুব উপকৃত হচ্ছে,একজন রোগীর কাছে থেকে জানতে পারি,তারা এই সেবা পেয়ে অনেক উপকৃত হয়েছেন।
সাতক্ষীরা শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের
একজন অন্যতম সেচ্ছাসেবক শেখ মফিজুর রহমান এবং শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের সকল স্বেচ্ছাসেবক ভাইয়ের বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি-অক্সিজেন সেবা দিয়ে মানুষের পাশে থাকতে।কিন্তু সিলিন্ডার এর সংখ্যা কম হওয়ায় সম্পুর্ন সম্ভব হচ্ছে না।
সংগঠনের সদস্যদের প্রত্যাশা, সমাজের বিত্তবান, সহৃদয়বান ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করুন, এগিয়ে আসুক মানব সেবায়,
যারা সাহায্য করতে ইচ্ছুক; উপরে দেওয়া কন্টাক্ট নান্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে অর্গানাইজেশনটি।
সর্বশেষ সকলের দুআ ও আর্শিবাদ প্রত্যাশীত সদস্যরা…।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।