রানীশংকৈলে অবহিতকরন সভা অনুষ্ঠিত 

 

মাসুদ রানা লেমন, রানীশংকৈল(ঠাকুরগাঁও)থেকেঃ

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হলরুমে আজ রবিবার (২৭ শে জুন) সকালে সহকারী ভুমি কমিশনার ভারঃ ইউ এনও প্রীতম সাহার সভাপতিত্বে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়

 

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সমাজসেবা আঃরহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা,ভারঃ উপজেলা শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম, প্রধান শিক্ষক গপেন্দ্র নাথ বর্ম্মন,শরিফুল ইসলাম প্রকল্প সমন্বয়কারি, ইএসডিও ম্যানেজার খাইরুল আলম, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও ফারুক আহাম্মদ (প্রমুখ)৷ প্রসঙ্গঃ ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে ও এডুকো বাংলাদেশ বাস্তবায়নে কিশোর-কিশোরি ও যুব উন্নয়ন,গুনগত প্রাথমিক শিক্ষা এবং প্রাক শৈশব যত্ন ও শিক্ষা প্রকল্প।