মোঃ হাসান খান মির্জাগঞ্জ ( পটুয়াখালী) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ( আজ ২৭ জুলাই ) ভূমিহীন ও গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

তিনি মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর ঘুরে দেখেন এবং উপকারভোগীদের খোঁজখবর নেয় ও তাদের অনুভূতির কথা শুনেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া উপকারভোগীরা জানান,আমাদের নিজস্ব কোনো আশ্রয়স্থল ছিলো না,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর করে দেওয়াতে আমরা স্থায়ী নিজস্ব মাথাগোঁজার মতো খুব সুন্দর বসতঘর পেয়েছি।

এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এসময় উপস্থিত ছিলেন,মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী,উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান-উজ্জামান,মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মহিববুল্লাহ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন,স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীবৃন্দ।