নীলফামারী জেলা পুলিশের আয়োজনে চলতি বছরের আগস্ট-২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় জুলাই-২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডে পুরস্কারপ্রাপ্ত হয়েছেন ডোমার থানার এসআই (নিরস্ত্র) মোঃ রবিউল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন- নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ.এস.এম. মুক্তারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মুহম্মদ মনিরুজ্জামান সহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ওসি ডিবি, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক পুলিশ পরিদর্শক, আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স বৃন্দ।

ডোমার সরকারি কলেজের চুরি যাওয়া সিলিং ফ্যান উদ্ধারসহ আসামী গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটন করায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ডোমার থানার এসআই (নিরস্ত্র) মোঃ রবিউল আউয়াল। এজন্য তাকে ‘জুলাই-২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কাজে অবদান রাখায় পুরস্কৃত করেন নীলফামারী জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।