ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ গ্রাম গাঁজা, ১৫ পিছ ইয়াবাসহ জুয়া ও চুরির মামলায় মোট ২১ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে গত চার দিনে বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামির সংখ্যা দাঁড়াল ৪৩। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, মাদক, জুয়া, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পয়োয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।