![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/08/kk12-9.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সর্বশেষ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। জানা গেছে, বিস্ফোরক ব্যবহার করে ঘাঁটিটি ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত সিআইএ-র ঈগল ঘাঁটি ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী।
ওই ঘাঁটির যাবতীয় সরঞ্জামাদি এবং তথ্য ও দলিল-দস্তাবেজ ধ্বংস করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেগুলো যেন তালেবানের হাতে না পড়ে, সেজন্যই এটি করা হয়েছে। আফগানিস্তানের জঙ্গি বিরোধী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো।
সূত্র: নিউইয়র্ক টাইমস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।