দেশরত্ন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের বাজিতখিলা ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর সদর উপজেলার ৩নং  বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম।

এসময় উপস্থিত ছিলেন,  ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সচিব রতন কুমার নাগ, বাজিতখিলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাসমত উল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলী, স্বাস্থ্য সহকারী পরিদর্শক রওশন আক্তার ভানু, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, খোদেজা বেগম,নুরে আলম, পরিবার কল্যাণ সহকারী শামছুন নাহার, শারমিন সুলতানা, সালেহা খাতুন,  মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বাজিতখিলার শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল আহম্মেদ, নারী ও মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, তথ্য ও প্রচার সম্পাদক রজব আলী ও ইউপি সদস্য সহ আরো অনেকে।

এরপর সকাল ১১ টায়  বাজিতখিলা ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের কেন্দ্র পরির্দশন করেন শেরপুর জেলা সিভিল সার্জন ডা. এ. কে. এম. আনোয়ারুর রউফ।

করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

৩নং বাজিতখিলা ইউনিয়নের  এক হাজার একশত নারী / পুরুষকে কোভিড – ১৯ করোনা ভ্যাকসিন দেওয়া হয়।

বাজিতখিলা ইউনিয়নের নারী পুরুষ শান্তিপূর্ণভাবে লাইনে দাড়িয়ে কোভিড – ১৯ করোনা ভ্যাকসিন গ্রহণ করে।