শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ

ঢাকাস্থ পাইকগাছা সমিতির পক্ষ থেকে অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি একেএম সাঈদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার,খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. সাবিনা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, অধ্যাপক ডাঃ শেখ শহিদ উল্লাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সুরাইয়া বানু ডলি, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল প্রভাষক ময়নুল ইসলাম ও ফরহাদুজ্জামান তুষার রায়হান পারভেজ রনি শেখ হেলাল উদ্দীন,সহ সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে ঢাকাস্থ পাইকগাছা সমিতি, মুন্সী আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশন থেকে এলাকার ৫৭জন অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীকে আড়াই হাজার টাকা করে মোট ১ লাখ ৪২ হাজার ৫শ টাকা বৃত্তি প্রদান করা হয়।