কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দাপটের সঙ্গে চলছে রেজিস্ট্রিশন বিহীন মোটর সাইকেল আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এসব চলাচল করতে ওকোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা সরকারী-বেসরকারি দফতরের লোকজন সহ বিভিন্ন পরিচয় দানকারীরা ও পর বছর এভাবেই দাপটের সঙ্গে বেড়াচ্ছে ।কথা হয় এক পথচারী সঙ্গে তিনি বলেন- বেপরোয়া ভাবে মোটর সাইকেলে চালারো কারনে প্রতি নিয়তই দূঘটনার শিকার হচ্ছে নিরীহ শিশু ও পথচারীরা।

এ ব্যাপারে এক পুলিশ কমকতার সঙ্গে আলাপ কালে বলেন , গাড়ি নতুন অবস্হান লাইসন্সে নাই ।নাই গাড়ির গতি সস্পকে কোন ধারনা মোটর -সাইকেলের প্লেট নম্বার এ নম্বার ব্যতীত অন্য কিছু লেখা নিষেধ সত্বেও afr, on test,press, লিখে বছরের পর বছর এভাবেই দাপটের সঙ্গে বেড়াচ্ছেন । কথা হয় এক পথচারীর সঙ্গে তিনি বলেন-বেপরোয়া ভাবে মোটর সাইকেলে চালানোর কারনে প্রতি নিয়তই দৃঘটনার শিকার হচ্ছে নিরীহ শিশু ও পথচারীরা ।

এ ব্যাপারে এক পুলিশ কমকতার সঙ্গে আলাপ কালে বলেন,গাড়ি নতুন অবস্হান লাইসন্সে না করলে ও পরে বছর গুনে- নিধারন ফিস চেয়ে বেশি জরিমানা দিয়ে লাইসন্সে করতে চায় না ।সরেজমিনে দেখা যায় ৪০-৫০ ভাগ নম্বর বিহীন মোটর সাইকেল চলাচল করে থাকে নম্বর বিহীন মোটর সাইকেল রেজিস্ট্রিশন ব্যাধতা মুলক করলে চলমান অভিযান অব্যাহত রেখে থানায় নিয়ে গাড়ি আটকিয়ে রেজিস্টেনের টাকা জমার রশিদ দেখানোর পর ফেরত দিলে সরকার তার রাজস্ব পেয়ে যেতো । এই ব্যাপারে কোটচাঁদপুর থানার