জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে বরগুনাগামী একটি বাস থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ। ওই কিশোরী নারায়ণঞ্জ থেকে অপহৃত হয়েছিল।
এ ঘটনায় বাসে থাকা মাজেদা আক্তার (৪০) নামে এক নারীকে অপহরণকারী সন্দেহে আটক করেছে পুলিশ। আটক মাজেদা আক্তার বরগুনা সদর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি বলেন, বুধবার (২৭ অক্টোবর) সকালে এক নারী ৯৯৯-এ কল দিয়ে জানান তার ১৫ বছর বয়সী ভাগ্নি মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।