আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে দূর্ঘ সময় বন্ধ থাকা মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমান্ত।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১ টায় এমন তথ্য জানান দেশটির সাবেক প্রাধান মন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালয়েশিয়াতে আগামী জানুয়ারি মাস থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশি পর্যটকেরা।
করোনা মহামারীর আঘাতে মালয়েশিয়ার পর্যটন ও অর্থনীতি ধস নেমেছে। দেশের অর্থনীতি পূর্ণ উদ্ধার ও পর্যটন খাতকে করোনা পূর্ববতি সময়ে মত খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। শুরু থেকে মালয়েশিয়া সরকার করোনা টিকা দেওয়ার কার্যক্রম বেশ গুরুত্ব দেয়। ফলে দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয় অংশ প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়া সম্পূর্ণ করেছে।
ফলে করোনা সংক্রমণের হার অনেক কমে গেছে।
মালয়েশিয়ার অর্থনীতি পূর্ণ উদ্ধার কর্মসূচির প্রাধান সাবেক প্রধান মন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলনে বিদেশি ভ্রমণকারীদের ছাড়া পর্যটন শিল্পের ধীর গতিতে উন্নতি হচ্ছে। তবে অর্থনীতি ও পর্যটন খাত খুলে দেওয়ার নিদিষ্ট কোন তারিখে কথা বলা হয়নি।
এদিকে মালয়েশিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো স্থানীয় নাগরিকদের জন্য খুলে দেওয়া প্রতিদিন পরিবার পরিজনদের সাথে ভিড় করছেন বিনোদন কেন্দ্র গুলোতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।