বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ার পরেও নিজের হবু স্ত্রীকে ফাঁকা বাড়িতে ডেকে এনে ধর্ষণ করার অভিযোগ উঠেছে হবু স্বামীর বিরুদ্ধে। জানা গেছে, একইদিনে তিনবার ধর্ষণ করা হয়েছে ওই তরুণীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

এদিকে, এই ঘটনায় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সেই যুবতী। অভিযোগে জানা যায়, সোনারপুরের হবুবহু ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিৎ সর্দার সেই যুবতীকে মারধর ও জোর করে ঘরে আটকে রেখে এবং খুনের হুমকি দেয়।

এর পাশাপাশি ওই যুবতীর অভিযোগ করে, তাকে ভয় দেখিয়ে জোর করে গর্ভপাত করানো হয়।

জানা গেছে, অভিজিৎ সর্দার কলকাতা শহরের একটি নামি নাইট ক্লাবের বার ম্যানেজার। ওই যুবতীর অভিযোগ, আগস্ট মাসে বাবা ও মায়ের সঙ্গে বিয়ে নিয়ে কিছু জরুরি আলোচনার নাম করে ফাঁকা বাড়িতে ডেকে তাকে জোর করে ধর্ষণ করে অভিজিৎ।