সম্প্রতি কামালের একটি ফেসবুক পোস্ট নিয়ে বিভিন্ন গনমাধ্যমে নিউজ হয়েছে কিংবা ক্ষোভে নিজের ফেসবুক প্রোফাইলে সে রাজনীতিকে বিদায় জানিয়ে পোস্ট দিয়েছে (আমার ওয়ালে শেয়ার দেয়া আছে সেই পোস্ট)। কামাল এমনটা কেন করলো???
উত্তর জানতে পোস্টটা পড়ুন।
দীর্ঘদিন ধরে কামাল ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এতোদিনে তার প্রাপ্তির একটা তালিকা তৈরী করেছি আমি।
* বেশ কয়েকটা রাজনৈতিক মামলা
* জেলখাটা
* আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ
* ওর কয়েকটা মোটরসাইকেল পুড়িয়ে দেয়া ( ক্ষতিপূরণও কারো কাছে পায়নি)।
* হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা
* সর্বশেষ রাজনৈতিক প্রতিপক্ষের হাতে আপন ভাই খুন।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামাল দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল। নেতাদের
কিংবা দলের প্রতি সম্মান রেখেই সে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়। আমি দায়িত্ব নিয়ে বলছি কামাল যদি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে থাকতো তাহলে চোখ বুজে পাশ করতো। নির্বাচনের জন্য তার পকেট থেকে কোন টাকাও খরচ হতোনা।
এখন নতুন খবর জানলাম। এসব কারনে কামালকে হত্যার মিশন নিয়ে নেমেছিল একটা পক্ষ। যদিও এর আগে বহুবার এমন প্লান হয়েছে কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি।
আজ কামাল মনের দুঃখে রাজনীতিকে বিদায় জানানোতে আমি খারাপ কিছু দেখছিনা। যে মানুষটার প্রাপ্তির খাতাতে একটি পদ ছাড়া আর কিছুই নেই। বরং এই পদের কারণেই নানা সময়ে তার উপর বিপদ নেমে এসেছে। ভাল থেকো কামাল কাকা, তোমার উজ্বল ভবিষ্যত কামনা করি৷ তবে যেভাবেই থেকো মানু্ষের ভালবাসা নিয়ে তাদের পাশে থেকো৷ যেতে হবে বহুদুর…