ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা ১২-১৫ বছরের শিশুদের জন্য দীর্ঘমেয়াদি কার্যকারিতা পাওয়া গেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পরও এ বয়সী শিশুদের শরীরে টিকা শতভাগ কার্যকর থাকতে দেখা গেছে। দুই হাজারের বেশি শিশুর শরীরে টিকার পরীক্ষা চালানোর পর এমনটা দাবি করেছে ফাইজার।
তাদের আশা, বিশ্বজুড়ে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টিকার পূর্ণ অনুমোদন চাওয়ার ক্ষেত্রে নতুন এ তথ্য সহায়ক হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মে মাসে যুক্তরাষ্ট্রে ১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজার টিকা ‘জরুরি ব্যবহারের’ অনুমোদন দেওয়া হয়। ফাইজার কোম্পানি এ টিকা ব্যবহারের পূর্ণ অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে।
এক বিবৃতিতে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, ‘আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে টিকা নেওয়া মানুষের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর এমন সময়ে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে টিকার কার্যকারিতা নিয়ে নতুন যে তথ্য পাওয়া গেছে, তা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।