রাজধানীর মুগদায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সুধাংশু মারা গেছেন

শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবারা সুধাংশুর স্ত্রী প্রিয়াংকা ও তার শিশুসন্তান অরূপ মারা যায়। এ নিয়ে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।

হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন সুধাংশুর শাশুড়ি শেফালী রানী। তার অবস্থাও আশঙ্কাজনক।

সোমবার সকালে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন।

এতে শেফালীর শরীরের ৫৫ শতাংশ, প্রিয়াংকার ৩০ শতাংশ, সুধাংশুর ৩৫ শতাংশ এবং অরূপের ৫ শতাংশ পুড়ে যায়।