ফরিদপুরে কাচাঁবাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। চড়া দামে বিক্রি হচ্ছে সব রকম সবজি। বাজারে সবজির এরকম চড়া দামের কারণে নাভিশ্বাস ক্রেতাদের। ফরিদপুরে এক কেজি কাঁচামরিচ বর্তমানে ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হলেও কমেনি পেঁয়াজের দাম।

পেঁয়াজ প্রতি কেজি আজ শনিবার (৪ ডিসেম্বর) বিক্রি হয়েছে ৫০ টাকা থেকে ৬০ টাকা দরে। বাঁধাকপি প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা। বেগুন ৩০ থেকে ৪০ টাকা। সিম ৩০ টাকা থেকে ৪০ টাকা। ফুলকপি প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা। আলু প্রতি কেজি নতুন ৬০ টাকা।

এক পাল্লা ৩শ টাকা। পুরাতন আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা এক পাল্লা (৫ কেজি) ১০০ টাকা। আবার খুচরা ২৫ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। টমেটো কাঁচা প্রতিকেজি ৪০ টাকা পাকা (মেডিসিনযুক্ত) টমেটো প্রতি কেজি ৮০ টাকা। আদা প্রতি কেজি ৫৫ টাকা থেকে ৬০ টাকা। করল্লা এক কেজি ৫০ থেকে ৬০ টাকা। এই দর সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত।