![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/12/kk-4523.jpg)
ভারতের পশ্চিমবঙ্গের এক রোগীর পিত্তাশয় থেকে ছোট-বড় মিলিয়ে এক হাজার ৪৪০টি পাথর বের করা হয়েছে। গত রবিবার হুগলি জেলার তারকেশ্বরের চাঁপাডাঙার একটি বেসরকারি নার্সিং হোমে অস্ত্রোপচারের মাধ্যমে পাথরগুলো বের করেন চিকিৎসকরা। অস্ত্রোপচার করে এত বেশি পাথর দেখে হতভম্ব হয়ে যান চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর সুস্থ আছে ওই রোগী।
বিভাসিন্ধু দত্ত নামের ১৭ বছরের ওই তরুণ রোগী পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে তিন মাস আগে প্রথমে হুগলির চুঁচুড়া হাসপাতালে ভর্তি হয়েছিল। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার পিত্তথলিতে অনেকগুলো পাথর ধরা পড়ে। বিভাসিন্ধু অস্ত্রোপচারের বিষয়ে খুবই উদ্বিগ্ন ছিল। রোগীর রক্তক্ষরণের সমস্যা থাকায় সরাসরি অস্ত্রোপচার করতে রাজি হননি চিকিৎসকরাও। তাঁরা ‘মাইক্রোসার্জারি’র মাধ্যমে পাথরগুলো বের করার পরামর্শ দেন। কিন্তু খরচের কথা ভেবে পিছিয়ে যায় বিভাসিন্ধুর পরিবার। পরে ওই তরুণের পরিবারের সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক কাইয়ুম খানের পরিচয় হয়। ‘স্বাস্থ্যসাথি কার্ড’-এর মাধ্যমে চিকিৎসার পরামর্শ দেন তিনি। এরপর ওই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভাসিন্ধুকে ভর্তি করানো হয় তারকেশ্বরের চাঁপাডাঙার একটি বেসরকারি নার্সিং হোমে। রবিবার সেখানেই তার অস্ত্রোপচার হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।