রহিমা খাতুন সুমি,নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বাবু শেখ নামে এক মাদক ব্যাবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। কারাদন্ড প্রাপ্ত আসামী যশোর জেলার বেনাপোল থানার রহমতপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ রায় কার্যকর করা হয়।
আদালত সুত্রে জানা যায়,
কালিয়া থানার মামলা নাম্বার ০৩, তারিখ ৪/৮/০৬ইং ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৩(খ) জিয়ার নং ১০৬/০৬ (কালিয়া) দায়রা ৫৫/০৬ সূত্রে বর্ণিত মামলার আসামি ১নং মোঃ বাবু (১৮) ভারতীয় মাদকদ্রব্য ( ফেনসিডিল) ৬৮ বোতল নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করার অপরাধে বিজ্ঞ বিচারক, জনাব মোঃ হায়দার আলী খন্দকার অতিরিক্ত দায়রা জজ নড়াইল, মামলার আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ২,০০০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।