বেনাপোল প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ যদি এ কথাটি সত্য হয়ে থাকে তবে আপনার, আমার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি ছেলের জীবন। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি যশোর বেনাপোলের নারানপুর নিবাসী মো:বাপ্পি হোসেন, বয়স ১৭ বছর।
২ বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় ডান পায়ে মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হয়।তার পায়ে রড পরানো ছিলো এবং পাজরের মাংস কেটে পায়ে লাগানো হয়েছিলো কিছু দিন আগে অপারেশনের মাধ্যমে রড় বাহির করা হয় এবং সেই জাইগাটা ইনফেকশন হয়ে গেছে সপ্তাহে ৩/৪ বার ড্রেসিং করা লাগে প্রায় ৮/৯ হাজার টাকা করে সপ্তাহে খরচ হচ্ছে যা হতদরিদ্র বাবা পক্ষে চালানো সম্ভব নয়।
ইতিমধ্যেই চিকিৎসা বাবদ ৪/৫ লক্ষ্য খরচ হয়ে গেছে। তার বাবা পেশায় একজন সামান্য চা বিক্রেতা। তাঁর আত্মীয়-স্বজনেরা সামান্য কিছু অর্থের ব্যবস্থা করেতে পেরেছে, যা যথেষ্ট নয়। তাই আপনাদের কাছে এই সাহায্যের আবেদন করা হয়েছে। আপনাদের একটু সহায়তায় হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন। আসুন বাপ্পি ও তার পরিবারকে খুশি রাখতে একটু সাহয্যের হাত বাড়িয়ে দিই।
সাহায্য পাঠাতে পারেন, ঠিকানা:বাপ্পি হোসেন,পিতাঃমোঃ ফিরোজ হোসেন,
গ্রাম: নারানপুর,ইউনিয়ন :বেনাপোল, থানা :শার্শা, জেলা :যশোর।
পিতা -মো:-ফিরোজ হোসেন -০১৭৯২-০৫৬৩৮৬
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।