শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় বিদেশী একটি পিস্তল ও একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১৬ জানুয়ারি) রাতে খুলনা বয়রা মহিলা কলেজের সামনে থেকে আটক করা হয় তাকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনাস্থলে দাড়িয়ে থাকা নগরীর ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওন বলেন, সন্ত্রাসীরা দু’টি মোটরসাইকেলে ৬জন মুখোশ পরিহিত ছিল। তাকেই হত্যার উদ্দেশ্য প্রথমে গুলি করে, পরে তিনটি বিস্ফোরণ ঘটায়। তবে অল্পের জন্যে প্রাণে বেঁচে যান তিনি।

তিনি আরও জানান, তার পিতা, বড় ভাইকেও নিমর্মভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এঘটনার আগেও তাকে দুইবার হত্যা প্রচেষ্টা করেছিল সন্ত্রাসীরা।

তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত খালিশপুর থানার এস আই রেজওয়ান আহম্মেদ জানান, রবিবার সন্ধ্যার পর বয়রা এলাকায় ডিউটি করছিলেন। মাগরিবের পর পরই একটি ফাঁকা গুলির শব্দে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানকার স্থানীয় জনতা ওই যুবককে অস্ত্রসহ আটক করে রাখে। সেখান থেকে বিদেশী একটি পিস্তল, একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি দেখে জ্ঞান হরিয়ে ফেলে সে। জ্ঞান ফিরলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে এস আই রেজওয়ান জানান। ঘটনাস্থলে কেএমপিসহ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।