• অভয়নগরে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদসভা

খান মোঃ কামরুল| যশোর অভয়নগর প্রতিনিধি

কাতার ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেল বয়কট ও না দেখার আহবান জানিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

 

বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে আল জাজিরা টিভি চ্যানেলের বিরুদ্ধে গতকাল রবিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে যশোর-খুলনা মহাসড়কে মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ।

 

এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ প্রতীম সুর, মুক্তিযুদ্ধ মঞ্চ অভয়নগর শাখার সহ-সভাপতি অভিক হালদার, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিম আহমেদ ইমন, আলাউদ্দিন শেখ, রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক শাহিন শেখ, রাসেল সরদার, ইসমাইল হোসেন নাঈম, অর্থ সম্পাদক অভিজিৎ সাহা দ্বীপ, কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, রিপন সাহা, মুন্না শেখ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আল জাজিরা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানান।