![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/IMG_20220124_185003.jpg)
ঠাকুরগাঁওয়ে বাড়ছে করোনা সংক্রামনের সংখ্যা। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৭৬ জনের নমুনা পরিক্ষায় ৩৬ জনের দেহে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। যা ৪৭ শতাংশের বেশি মানুষ করোনায় আক্রান্ত।
এ অবস্থায় আজ সোমবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী মেজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচনা করা হয়। এসময় মাস্ক পরিধানের পাশপাশি জরিমানার আওতায় আনা হয় অনেককে। তবে বিভিন্ন অযুহাত সাধারণ মানুষের।
এ বিষয়ে নির্বাহী মেজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, করোনা সনাক্তের হার দিন দিন বাড়ছে। সে কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছেন। তারই অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষকে প্রাথমিকভাবে সচেতন করা হচ্ছে। তারপরেও না মানলে জরিমানা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।