রাজধানী পল্টন থানাধীন পুরানা পল্টন ১/১/১ ফ্ল্যাট নম্বর এ-১৪ রুপায়ন তাজ বিল্ডিং এর বেসমেন্ট থেকে হাসান আহমেদ (৫৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। তিনি পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ছিলেন। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা আড়াইটায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

পল্টন থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুরানা পল্টনের বাসার বেসমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস অসুস্থ অবস্থায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বারডেম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের ছোট ভাই কবীর আহমেদ তার ভাবি জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তার ভাইকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে পুরাতন কিছু ক্ষত চিহ্ন রয়েছে বলেও তিনি দাবি করেন। মৃতার স্ত্রী জানায়, তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

কলমকথা/ সাথী