বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু কোভিড-১৯পজিটিভ হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দুজনেরই করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাদের পরীক্ষার রিপোর্ট পেয়েছেন। দুজনেই চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। শারিরীকভাবে ভালো আছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।