করোনার সাথে দীর্ঘ তিন সপ্তাহ যুদ্ধ করে অবশেষে প্রাণঘাতী এই ভাইরাসকে পরাজিত করে করোনামুক্ত হয়েছেন ৯২ বছর বয়সী কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য দেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। এদিকে শুধু করোনা নয়, নিউমোনিয়াকেও রোগের সাথেও এই সময় যুদ্ধ চলছিল তাঁর।

এই রোগ থেকেও সেরে উঠেছেন উপমহাদেশের কিংবদন্তী এই কণ্ঠশিল্পী। লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে রাজেশ তোপে বলেন, আমার প্রতীতের (চিকিৎসক) সঙ্গে কথা হয়েছে। উনি সুস্থ হচ্ছেন। ভেন্টিলেটরের সহায়তাও প্রয়োজন হচ্ছে না আর। শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে থাকে। রয়েছেন সজ্ঞানে।

চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও দুর্বলতা রয়েছে তার’। চিকিৎসকরা জানান, গত ৩ দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন লতা। জ্ঞানও রয়েছে তাঁর। বিকেলের মধ্যে লতার কোভিড নেগেটিভ হওয়ার খবর পাওয়া যায়।

 

কলমকথা/বি সুলতানা