একদিন বিল্টু তার বন্ধু মন্টুর কাছ থেকে ৫০ টাকা ধার নিয়ে ক’দিন পরে ৬০ টাকা ফেরৎ দেয়।
মন্টু : ৬০ টাকা কিসের জন্য?
বিল্টু : মনে নেই, সেদিন যে ধার নিলাম।
মন্টু : আমি তো ৫০ টাকা দিয়েছিলাম।
বিল্টু : হ্যাঁ।
তোর ওই ৫০টাকা বাচ্চা দিয়েছিলো। তাই ১০ টাকা বেশি দিলাম।
কয়েক দিন পর আবার …
বিল্টু : দোস্ত আমাকে ৫০০ টাকা ধার দে, খুব দরকার। (মন্টু মনে মনে ভাবে ওর কাছে তো টাকা বাচ্চা দেয়)
মন্টু : আরে শুধু ৫০০ টাকা কেন, তোর জন্য আমার যা আছে সব দিতে পারি। এই নে ৫০০ টাকা।
বিল্টু : ধন্যবাদ দোস্ত, তোর মত লোকই হয় না।
মাস খানেক পর…
মন্টু : কিরে দোস্ত, প্রায় এক মাস হলো, তুই যে আমার কাছ থেকে ৫০০ টাকা ধার নিলি, তা তো ফেরৎ দিলি না?
বিল্টু : দোস্ত কি আর বলবো দুঃখের কথা। ওই ৫০০ টাকা, বা…বা…বা… বাচ্চা দিতে গিয়ে মারা গেছে।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।