![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/841db825-7f7f-40b2-85c6-e958aaa45653_nn.jpg)
দুই স্বামী এক বধূ
দুই স্বামী এক বধূ
দুই স্বামী এক বধূ। এটা কোন সিনেমার গল্প নয়। এমন ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলায়। ঘটনা জনসম্মুখে আসার পর গণপিটুনি খেয়ে এক স্বামী পালিয়ে গেলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে।
জানা যায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রী যাপনও করেন একইসঙ্গে। ওই এলাকাবাসী বেশ কিছুদিন ধরে তাদের গোপনে নজর রাখেন।
গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি রুমে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন। স্থানীয় এক ব্যক্তি বলেন,
এলাকাবাসী আটকের পর ওই তরুণী দুজনকেই তার স্বামী দাবি করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চি করেন ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।