সম্প্রতি সোসাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছে উগ্রবাদীদের সামনে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেওয়া এক মুসলিম হিজাবি তরুনী মুসকানের সাহসিকতা।


ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব পরিহিতা এক ছাত্রী কলেজে প্রবেশকালে তাঁর দিকে তেড়ে আসে কিছু ছাত্র নামান্তর হিন্দু উগ্রবাদীরা। দিতে থাকে হিন্দুদের দেবতার নামে ‘জয় শ্রী রাম’ স্লোগান! কিন্তু ভয় শংকাকে দূরে ঠেলে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে ওই কলেজ ছাত্রী ভেতরে প্রবেশ করে আর একাই লড়ে যায় উগ্রবাদী বা বর্ণবাদীদের পক্ষে।যার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আলোড়ন তৈরি করেছে মুসলিম হিজাবি নারীদের মধ্যে।এরই সাথে ইতিমধ্যে জেগে উঠেছে মুসলিম তরু সমাজের অন্যান্যরাও।তার প্রসংশায় অনেকেই অনেক ধরনের পোস্ট সোসাল মিডিয়ায় আপলোড দিচ্ছেন।তার মধ্যে নাজিউর রহমান নামে একজন ফেইসবুকে লিখেছেন, ‘বীরত্বের পরিচয় দিয়েছে বোনটি।মা শা আল্লাহ! আর এই নিকৃষ্ট জাতিকে আল্লাহ হিদায়াত দান করুক।’ আরেক জন লিখেন, ‘ওদের মোকাবেলায় আমাদের এক বোনই যথেষ্ট, ইনশাআল্লাহ।’

তার সাহসীকতা ও ঈমানি জাসবাহ দেখে ইতিবাচক মন্তব্যের বন্যায় ভাসছে সোসাল মিডিয়া! ওই ছাত্রী তথা মুসকানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তাইহান পাটওয়ারী নামের আরো একজন লিখেছেন, ‘আল্লাহু আকবার,মুসলিমরা এমনই হয়।তাদের ঈমানের শক্তির বলে একাই ১০০০ জনের সামনে দাঁড়াতে সক্ষম।মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রিয় বোনকে হেফাজত করুক।’

এই ইস্যুতে ভারতের সমালোচনা করে মহিউদ্দিন লিখেছেন,‘ভারত পৃথিবীর মধ্যে অন্যতম অমানবিক, সাম্প্রদায়িক,অগণতান্ত্রিক,বর্ণবাদী রাস্ট্র।’

গত কয়েকদিন আগে ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়। কিছু কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে কলেজে আসতেও নিষেধাজ্ঞা জারি করা হয় আর আজকের উক্ত ঘটনায় তোলপাড় দেখা দিয়েছে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র গুলোর মাঝে।হিজাব আমাদের মুসলিম বোনদের পরিচয়,হিজাব আমাদের সম্মান।আসুন হিজাব রক্ষায় এগিয়ে আসি,বর্ণবাদি ও উগ্রতা রোধ করি।

বিশেষ প্রতিনিধি,তাহেরা আক্তার, গাজীপুর সদর টংগী গাজীপুর।