আশিক মিনা|গোপালগঞ্জ
গোপালগঞ্জে সুপ্রতিবেশী প্রোগ্রামের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনে, দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইউপি সদস্য নিহত হামিদুল শরীফ ও সরকারি শিশু পরিবারের ৪র্থ শ্রেনীর ছাত্র নিহত জোবায়ের খান এর পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই পরিবারকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহন করেন নিহত হামিদুল শরীফের স্ত্রী পারভীন বেগম ও নিহত জোবায়েরের মা সেলিনা বেগম। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইলিয়াছুর রহমান সহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১২ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য হামিদুল শরীফ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। এর থেকে তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। এবং গত ২২ ডিসেম্বর গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের ৪র্থ শ্রেনীর ছাত্র জোবায়ের খান নামে এক শিশুর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জ জেলার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ভুক্তভোগী অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।