![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/magura-5.jpg)
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এনডিডিপি)এর বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারের প্রতিনিধিগণ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কতুতর, তিতপাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। এছাড়াও প্রদর্শনীতে এরিনা ফার্মা লিমিটেড, রেনেটা ফার্মা লিমিটেডসহ বিভিন্ন ভেটেরিনারি ঔষধ কোম্পানি তাদের উৎপাদিত চিকিৎসা সামগ্রী প্রদর্শন করেন।
অনুষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ১৫ জন খামারিদের মাঝে ৯০ হাজার নগদ টাকা পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হাদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ ডাঃ মোদন মোহন রায় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি জনাব মনিরুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।