অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আজ ভোরে মোঃ শাহিন(৪০) নামক একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। জানা যায়, তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার তাঁতীবন্দর গ্রামস্থ মোঃ আশরাফ আলী এর ছেলে।
স্থানীয়ভাবে জানা যায় যে, নবাবগঞ্জ থানাধীন দিনাজপুর হইতে গোবিন্দগঞ্জ গামী মহাসড়কে বাজিতপুর বাজারের পূর্ব পাশে ব্রীজের নিকট ঢাকা হইতে দিনাজপুর গামী একটি হার্ডবোর্ড বহনকারি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক শাহিন (৪০),
নিহত হয় ও তার সহযোগী মোঃ আসিফ (২৫), পিতা-আজিবর,সাং-তাতীবন্দর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান- ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত আছে ও যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।