মহামারী করোনার কারণে দুই বছর বিদেশিদের জন্য নিউজিল্যান্ডের সীমান্ত বন্ধ ছিল। এবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, এবার আমরা বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত।

ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে বলা হয়, আগামি এপ্রিল মাস থেকে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের জন্য খুলে দেয়া হবে নিউজিল্যান্ডের সীমান্ত। ১৩ এপ্রিল থেকে অস্ট্রিলেয়ার টিকাধারীরা নাগরিকরা নিউজিল্যান্ডে কোনো ধরনের আইসোলেশন ছাড়াই প্রবেশ করতে পারবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের টিকা নেয়া নাগরিকরা দেশটিতে প্রবেশ করতে পারবে। দেশটি সফলভাবে করোনা ভাইরাসসে নিয়ন্ত্রণ ও নির্মূল করতে সক্ষম হয়েছে। এজন্য দেশটি টানা দুবছর সীমান্ত বন্ধ রেখেছিল বিদেশি নাগরিকদের জন্য ।

 

 

কলমকথা/ বিথী