জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ-ফরিদপুর সদর উপজেলায় মুুক্তিযোদ্ধাদের জন্য ৪৬ টি একতলা ভবন নির্মানের জন্য ৯ টি গ্রুপে দরপত্র আহবান করা হয়।

সে অনুযায়ী ৯ গ্রুপ কাজের বিপরীতে মোট ১১১ টি দরপত্র জমা পড়ে। যা উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।

১০ মে মঙ্গলবার দুপুর ১.৩০ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর তত্বাবধানে এ লটারি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপ সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেনসহ কর্মকর্তাগণ ও ঠিকাদারগন উপস্থিত ছিলেন।

৯ টি গ্রুপের মধ্যে আনোয়ার হোসেন, আল আমিন ও মাইরক নামের ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি করে এবং রাজা এন্টার প্রাইজ, নুরুল আমিন বাপ্পি ও সোহান নামের ঠিকাদারী প্রতিষ্ঠান একটি করে কাজ পেয়েছে।