আজ থেকে পরবর্তী ৩ সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। যাদের জম্মতা‌রিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং যারা আগে ভোটার হননি, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ তারা নতুন ভোটার হিসাবে ফরম পূরন করতে পারবেন।

★নতুন ভোটার নিবন্ধনের জন্য যেসকল কাগজপত্র দরকার হবেঃ

* অনলাইন জন্ম সনদের ফটোকপি।
* শিক্ষাসনদের (PSC/JSC/SSC) ফটোকপি।
* পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি।
* ‌বিবাহিত হ‌লে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি।
* নাগরিক সনদ পত্র/ প্রত্যয়ন পত্র।
* পরিশোধকৃত বিদ্যুৎ বিল পেপার।
* রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট।

★ভোটার নিবন্ধন ফরম পূরন করার জন্য যেসব প্রস্তুতি গ্রহন করা জরুরিঃ 

* যাদের জন্মসনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্মসনদ অনলাইন বা ডিজিটালাইজ করে নিন।
* যাদের জন্মসনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সন‌দের সাথে মিল নেই,  তারা দ্রুত জন্মসনদ সংশোধন করে নিন।
* যা‌দের জন্মসন‌দ এবং শিক্ষাসনদ তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সা‌থে মিল নেই, তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত জন্মসনদ এবং শিক্ষাসনদ সং‌শোধন করে নিন।
* নিজের রক্তের গ্রুপ না জানলে রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ জানুন।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, বয়স ১৮ না হলেও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। যাদের বয়স ১৮ হয়নি, তাদের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় তাদের নাম যুক্ত হয়ে যাবে।

সূত্র জানায়, প্রথম ধাপে ১৪০ উপজেলায় জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ শুরু হবে আগামী ২০ মে। এসব উপজেলায় তথ্য সংগ্রহ চলবে ৯ জুন পর্যন্ত। এরপর ১০ জুন থেকে শুরু হবে তাদের নিবন্ধন কার্যক্রম। ২১ জুলাইয়ের মধ্যে এই ধাপের নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

এরপর ধাপে ধাপে দেশের বাকি উপজেলাগুলোতেও ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কার্যক্রম চলবে এ বছরের ২০ নভেম্বর পর্যন্ত।

এবার নির্বাচন কমিশন নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ ও ছবি তুলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। এই কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেওয়া হবে এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়েও কার্যক্রম চলবে।

ভোটার নিবন্ধনের সময় আপনি যে তথ্য দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র (NID) তে সেই তথ্যই থাকবে। তাই সঠিক এবং সত্য তথ্য দিয়ে আপনার ভোটার নিবন্ধন ফরম পূরন করুন।

ম‌নে রাখ‌বেন একা‌ধিকবার ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। আপ‌নি যদি ই‌তোপূ‌র্বে ভোটার নিবন্ধন করে থাকেন এবং যদি তার কোনো তথ্য বা কাগজপত্র আপনার কাছে না থাকে, তবে যেকোনো জেলা নির্বাচন অ‌ফি‌সে স্বশরী‌রে উপ‌স্থিত হ‌য়ে আঙ্গু‌লের ছাপ যাচাই‌য়ের মাধ্য‌মে আপনার তথ্য সংগ্রহ কর‌তে পা‌রেন।