![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/02/PicsArt_02-27-08.19.59.jpg)
খান মোঃ কামরুল|অভয়নগর প্রতিনিধি: অভয়নগরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
আমিনুর রহমান (অভয়নগর)যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫ ম বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল সকাল ১০ টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান,পাথালিয়া দাখিল মাদ্রাসার সুপার মনিরুজ্জামানের কোরান তেলাওয়াত ও শিক্ষক অসীম চক্রবর্তীর গীতাপাঠের মাধ্যমে শুরু হয়।অতঃপর সাধারণ সম্পাদক ক্রেডিট ইউনিয়নের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন।অভয়নগর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি এনামুল কবীর বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাসরিন সুলতানা,কালবের খ অঞ্চলের ডিরেক্টর মোঃ আরিফ হোসেন,কালবের যশোর জেলা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক,নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন,অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন,উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান,সিনিয়র সহসভাপতি ধনঞ্জয় বিশ্বাস, দৈনিক নওয়াপাড়ার উপসম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ক্রেডিট ইউনিয়নের অভয়নগর উপজেলা ব্যবস্থাপক শামসুল হক,বি এল কলেজের প্রভাষক সমীর চন্দ্র, অধ্যক্ষ খায়রুল বাশার,নওয়াপাড়া ইনস্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক জি এম মনিরুজ্জামান,ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি মনিরুজ্জামান সেলিম,সদস্য শাহানা পারভীন,আয়শা খাতুন,অলোক কুমার ঘোষ,শিক্ষক সমীর কুমার ঘোষ,নজরুল ইসলাম প্রমুখ। সর্বশেষে শিশু সঞ্চয়, মেয়াদী সঞ্চয়, স্থায়ী আমানত এবং সাধারণ সঞ্চয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও খাবার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।