মো রিয়াদ মন্ডল | জীবননগর প্রতিনিধি

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী কয়েকজন সাংবাদিক নিয়ে সল্প পরিসরে আলোচনাসভা ও আনুষ্ঠানিক ভাবে কেক কেটে পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে সাহিত্য পরিষের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুল আলম, কবি আশরাফুন নাহার শোভা, সহ-সভাপতি ডাঃ মীর আনিছুজ্জামান আনিস,সম্পাদক জাহিদুল ইসলাম মামুন,নির্বাহী সদস্য খাজির আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের কার্য্য নির্বাহী সদস্য খাজির আহাম্মেদ প্রমুখ সাংবাদিক ও তরুণ উদীয়মান কবি নাঈমুর রহমান খান ও ছামিউল আলম।উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।