নিজস্ব প্রতিনিধি: ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আরজেএফ এর জাতীয় কাউন্সিল ২০২৩ শেষে কেন্দ্রীয় কমিটিতে যশোর-নড়াইলের নবনির্বাচিত সাংবাদিকরা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সহিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
ঢাকাস্থ বেইলি রোডে প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন কেন্দ্রীয় নবনির্বাচিত সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সানোয়ার আলম সানু, সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক। এসময়ে আরও উপস্থিত ছিলেন ঢাকায় আগত যশোর নড়াইলের একাধিক আরজেএফ কাউন্সিলররা।
উল্লেখ্য যে, ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের কঠোর কর্মসূচির মধ্যেও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর জাতীয় কাউন্সিল সফল হয়েছে সারাদেশে থেকে আগত প্রার্থী ও কাউন্সিলরদের পেশাগত সাহসিকতায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।