

এতিমদের সাথে এক পাতে বসে ভাত খেলেন আ জ ম নাছির উদ্দীন।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনধি-
বছরের প্রথম দিনে এতিম শিশুদের সাথে এক পাতে বসে ভাত খেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ১ জানুয়ারি ২০২১ ইংরেজী নববর্ষ উপলক্ষে শহীদ মাহফুজ স্মৃতি সংসদের উদ্যোগে নাসিরাবাদ বায়তুর রিদওয়ান এতিমখানা ও হেফজখানার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও মিলাদ শেষে এতিমদের খাবার বিতরণের পর্ব শুরু হয়।এসময় তিনি খাবারগুলো বিতরণ না করে এতিমদের সাথে একসাথে বসে খাবার ইচ্ছা ব্যক্ত করেন। তার ইচ্ছার কথা শুনে আয়োজকরাও সাথে সাথে অতিথি ও এতিম শিক্ষার্থীদের একপাতে খাওয়ার ব্যবস্থা করে ফেলেন। এতিমখানার বারান্দায় বসে আ জ ম নাছির উদ্দীনসহ উপস্থিত অতিথিরা এতিমদের সাথে এক সাথে দুপুরের খাবার খান। এসময় তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদও (সা.) এতিম সন্তান ছিলেন। চাচার কাছেই তিনি মানুষ হয়েছিলেন। প্রিয় নবীজীর কাছে এতিমরা ছিল একান্ত আপনজন। আল্লাহতা’লার কাছে এতিম শিশুরা ফুলের মতো কুসুম কোমল। এতিমদের সহায়তার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
শহীদ মাহফুজ স্মৃতি সংসদের সভাপতি ওয়াহিদুল আলমের শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাব নবনির্বাচিত সভাপতি আলী আব্বাস,চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি সিরাজউদ্দিন মো.আলমগীর, জামালখান ওয়ার্ড সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন বক্তব্য রাখেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।