ডেক্স রিপোর্ট
কেশবপুর ও মণিরামপুরে অবস্থানরত তুলি শিল্পী, ডিজিটাল ও প্রেস প্রিন্টিং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতামূলক সম্পর্ক স্থাপন, সকলের সার্বজনীন কল্যাণ সাধনে একটি পেশাগত সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়াসে গত 19 ডিসেম্বর-2020, শনিবার সন্ধ্যাবাদ, কেশবপুর মেইন রোডস্থ সেতু প্রিন্টিং ও ফাহিম এ্যাডের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মণিরামপুর আশা আর্ট এন্ড ডিজিটাল সাইনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর অংকুর প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী মোঃ বেলাল হোসেন, মণিরামপুর রেখা আর্ট এন্ড প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী সিনিয়র আর্টিষ্ট এস.এম. মফিজুল ইসলাম, ফিফো ডিজিটালের সত্ত্বাধিকারী অসিত মল্লিকসহ মণিরামপুর ও কেশবপুরের অধিকাংশ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবার ঐক্যমতের ভিত্তিতে “কেশবপুর-মণিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী কল্যাণ সমিতি” এই নামকরণ করা হয়।
সবার সম্মতিতে অত্র সংগঠনের আহবায়ক করা হয় কেশবপুর অংকুর প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী মোঃ বেলাল হোসেনকে ও যুগ্ম আহবায়ক করা হয় মণিরামপুর আশা আর্ট এন্ড ডিজিটাল সাইনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. হাফিজুর রহমানকে, সদস্য সচিব করা হয় কেশবপুর সেতু প্রেসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে, সদস্য হিসেবে আছেন মণিরামপুর রেখা আর্ট এন্ড প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী সিনিয়র আর্টিষ্ট এস.এম. মফিজুল ইসলাম, অসিত মল্লিক ও মইনুল ইসলাম।
বেশকিছু গুরুত্বপূর্ণ সিন্ধান্তের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধভাবে হাত হাত ও কাঁধ কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।