• ট্রলি ব্যাগে স্বর্ণের খনি আবিষ্কার করেছিলেন নোবেল চাকমা স্যার।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

ট্রলি ব্যাগে স্বর্ণের খনি আবিষ্কার করেছিলেন নোবেল চাকমা স্যার।
উদ্ধার করেছিলেন সাড়ে ৮৫ ভরি স্বর্ণ। একই সাথে গ্রেফতার করেছিলেন আলোচিত নারী ছিনতাইকারী। অসাধারণ সেই কাজগুলোর স্বীকৃতি পেলেন আজ। জনগণের আস্থা বাড়ানোর মিশনে এমন আরও পুরষ্কার জিতেছেন টিম কোতোয়ালীর এস আই সুকান্ত, আইয়ুব উদ্দিন, এস আই মোমিনুল হাসান, এস আই ধর্মেন্দু দাশ, এস আই আবু কালাম, এ এস আই সাইফুল ইসলাম, এ এস আই অনুপ বিশ্বাস, এ এস আই জয়নাল আবেদীন। সবার জন্য শুভকামনা।