ঠাকুরগাঁওয়ে কাল থেকে শুরু হচ্ছে কোভিড-১৯ এর টিকা দেওয়া কার্যক্রম:-
মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
আগামীকাল থেকে ঠাকুরগাঁও শুরু হচ্ছে কোভিড-১৯ এর টিকা দেওয়ার কার্যক্রম,তারই পূর্ব প্রস্তুতি লক্ষ্যে” ৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সিভিল সার্জন” কর্তৃক আয়োজিত, সিভিল সার্জন কনফারেন্স রুমে “সেচ্ছাসেবক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডঃ মাহফুজুর রহমান ও অন্যান্য মেডিকেল অফিসার বৃন্দ এবং”বাঁধন ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিট এর সদস্যবৃন্দ আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্যবৃন্দ ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের সিপাহী ভাই ও আপুরা এবং ঠাকুর রিপোর্টার্স ইউনিটি সদস্যবৃন্দ।
আজকের এই প্রশিক্ষণ সভায় সিভিল সার্জন ডঃ মাহফুজুর রহমান বলেন :আগামীকাল ৭ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে দুপুর ৩ টা পর্যন্ত ১ম ধাপের টিকা দেওয়া শুরু হবে,,প্রতিমাসে ১২ দিন এই টিকা প্রদান করা হবে, ১ম ধাপের টিকা নেওয়ার ২৮ দিন পর ২য় ধাপের টিকা প্রদান করা হবে। “বাংলাদেশ সরকার” ধাপে ধাপে প্রতিটি মানুষকেই এই টিকা প্রদান করবেন।এই টিকা গ্রহনের জন্য আমাদের অবশ্যই অনলাইনে আগে রেজিষ্ট্রেশন করতে হবে www.surokkha.gov.bd ওয়েবসাইট থেকে।আপনারা যার রেজিষ্ট্রেশন করেননি তারা রেজিষ্ট্রেশন করুন।
অবশ্যই টিকা নেওয়ার জন্য আমাদের আগে রেজিষ্ট্রেশন করতে হবে এবং কবে ও কোথায় টিকা দেওয়া হবে সেইটা মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া ।তবে,১৮ বছরের নিচে যারা তারা এই টিকা পাবে না।
ঠাকুরগাঁও এর মধ্যে আপাতত তিনটি কেন্দ্রে টিকা প্রদান করা হবে,
১.ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল
২.ঠাকুরগাঁও বডার গার্ড হাসপাতাল
এবং
৩.ঠাকুরগাঁও জেলার সকল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সগুলোতে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।