ঠাকুরগাঁওয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ আল-আমিন | ঠাকুরগাঁও সদর প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে দৈনিক “বাংলাদেশের আলো” পত্রিকার ১২ তম বর্ষপূর্তি ও ১৩তম বছরে পদার্পন উপলক্ষে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে কেক কাটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে এ উপলক্ষে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ জানে আলম এর আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ওসি তদন্ত মোঃ আব্দুস সবুর , ঠাকুরগাঁও জেলা জিটিভির প্রতিনিধি ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টু, ডেইলী অবজারভ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

 

পরে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।