ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির বর্ষপূর্তি উদযাপন:-
মোঃ আল-আমিন ইসলাম | ইসলাম ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন হরিপুর রিপোর্টার্স ইউনিটির ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালিত হয়। গতকাল শুক্রবার বিকেলে হরিপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি ছিলেন ৫নং হরিপুর সদও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মংলা। সংগঠনের সভাপতি সংগঠনের কবিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হরিপুর প্রেসকাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও সিনিয়র সাংবাদিক আল মামুন চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ। জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নবীন-প্রবীণ সাংবাদিকের অংশগ্রহণে আনন্দমুখর এ অনুষ্ঠানে ইউনিটির সদস্যরা ছাড়াও অংশ নেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টু, সাধারণ সম্পাদক আঃ লতিফ লিটু, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকদের উপড় নির্যাতন হয়রানীসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। তাই সাংবাদিকদের অধিকার আদায়ে বেশকিছু দিক নির্দেশনা তুলে ধরা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।