শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেছেন, এরই মধ্যে বেশ কয়েকটি মিলকে আধুনিকায়ন করা হচ্ছে। যদিও স্থাপিত হয়েছে অনেক আগে। তারপরও আধুনিকরণ করার চেষ্টা রয়েছে। এরই মধ্যে পরিবেশবান্ধব মিল কিভাবে করা যায় সেটাও করা হয়েছে। তাই সারাদেশে যেসব মিল বাকি রয়েছে সেগুলোকেও আধুনিক আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আজ রোববার (০৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন।

এছাড়াও তিনি মতবিনিময় সভায় মিলটি চালু রাখাসহ চিনির উৎপাদন বাড়াতে আখ চাষিদের বেশ কিছু পরামর্শ দেন। আশ্বস্ত করেন সময়মত পাওনা পরিশোধের।

এসময় বাংলাদেশ তিনিও খাদ্য শিল্প কর্পোরেশনের গ্রেড-১ এর চেয়ারম্যান আরিফুর রহমান অপু,ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবিরসহ চিনিকলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সুগার মিল এলাকায় কৃষ্ণচূড়ার গাছ রোপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।