ঠাকুরগাঁও হরিপুর মাদক ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি ওসির-আওরঙ্গজেব:-

মোঃ আল-আমিন | ঠাকুরগাঁও প্রতিনিধি

যারা মাদক ব্যবসা করে ও মাদক সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর থানার অফিসা ইনচার্জ আওরঙ্গজেব। সেই সঙ্গে যারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
বৃহপতিবার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বনগাঁও বাজারে আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি এ কথা বলেন।
মাদক ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি আওরঙ্গজেব বলেন, মাদকের বিরুদ্ধে হরিপুর থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা। কাজেই যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভাল হয়ে যান। তওবা করে ফিরে আসেন। ভালো হতে কিন্তু পয়সা লাগে না।
এসময় বিট পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হরিপুর উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আফজাল হোসেন, সাংবাদিক জসিম উদ্দীন ইতি এসআই আলমামুনসহ প্রমুখ।
আওরঙ্গজেব আরো বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই। হরিপুর থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।