নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগে আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নেওয়া হবে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে এ আবেদন।
আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে। ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে। অবিবাহিত এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ৭ অক্টোবর হিসাবে ১৮-২০ বছরের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ২০ হয়েছে তারাও আবেদন করতে পারবেন।
পদটিতে আবেদনের জন্য শারীরিক মাপ, অনলাইনে আবেদনের নিয়মাবলির বিস্তারিত, নির্বাচন পদ্ধতি, প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.police.gov.bd।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://police.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।