• নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

মো:রফিকুল ইসলাম, নড়াইলঃ
নড়াইল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫জানুয়ারি) মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রট সুমী মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃফকরুল হাসান,এনডিসি মোঃজাহিদ হাসান,প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,নড়াইল কন্ঠ সম্পাদক কাজি হাফিজুর রহমান,জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোস্তফা কামাল,সম্পাদক এ্যাড:আজিজুর রহমান,সাংবাদিক মো:রফিকুল ইসলাম,নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর চেয়ারম্যান ও ২বাংলারনিউজ সম্পাদক সৈয়দ খায়রুল আলম,জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু,
নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃশামিমুল ইসলাম টুলু,এনটিভি জেলা প্রতিনিধি মনির চৌধুরী, এশিয়ান টিভির কাজি আশরাফ,সাংবাদিক সৈয়দ নাইমুর রহমান ফিরোজ,বিজয় টিভির জিয়াউর রহমান জামি সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।